স্টেট ইউনিভার্সিটিতে শুরু হলো বিজনেস কার্নিভাল
প্রতি বছরের মতো এবারও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় ইভেন্ট ‘বিজনেস কার্নিভাল ২০২৪’। ৭, ৮ এবং ১০ ডিসেম্বর দক্ষিণ পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে এ আয়োজন। আয়োজনের উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক উদ্ভাবন, সহযোগিতা এবং সৃজনশীলতার প্রচার।
প্রথম দিনে, একটি আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যা শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাগুলো প্রদর্শনের সুযোগ দেবে। অংশগ্রহণকারীরা বিজ ব্রিলিয়ান্স–বিজনেস কেস প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে, যা তাদের কৌশলগতভাবে চিন্তা করার এবং সমস্যা সমাধান করার ক্ষমতাকে মূল্যায়ন করবে।
পাশাপাশি স্টল প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগও থাকবে, যা তারা অন্যদের সামনে তুলে ধরবে। এ ছাড়া, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, পোলার আইসক্রিম এবং ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশন অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে এ আয়োজনে অংশগ্রহণ করবে।
দ্বিতীয় দিনে বিজনেস টক আয়োজন করা হয়েছে। যেখানে অতিথিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। অতিথিদের মধ্যে অন্যতম হলেন মেঘনা ব্যাংক পিএলসির হেড অব এমপ্লয়মেন্ট অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি এবং ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম, এম রশিদ জামান অ্যান্ড কোম্পানির পরিচালক তানভীরুল ইসলাম এসিএ, এফসিসিএ।
এ ছাড়াও দিনটিতে ফুটবল এবং দল গঠনের খেলার মতো মজাদার খেলাগুলো অন্তর্ভুক্ত থাকবে। যা অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বকে উৎসাহিত করে।
তৃতীয় দিনে গ্র্যান্ড ফিনালের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এমনকি বাগধারা ব্যান্ডের পারফরম্যান্সসহ প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩ দিনব্যাপী উৎসবটির সমাপ্তি ঘোষণা করা হবে।