বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৬০
বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য পাঁচ ক্যাটাগরির পদে ১৬০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: ব্যবস্থাপক নিরীক্ষা
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ সিসি ডিগ্রি। সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। মাঠপর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৭,৩৭০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে ৩৯,১২৫ টাকা। নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বিমা, সিপিএফ, আনুতোষিকসহ মুঠোফোন বিল দেওয়া হবে।